
গ্রিন ট্রাইব্যুনালের নিদেস অমান্য করে নদী থেকে বালি চুরি এক বালি মাফিয়ার।গতকাল খড়িবাড়ী থানার অন্তর্গত ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে
একটি jcb একটি ডামপার সহ এক বালি মাফিয়াকে গেফতার করে খড়িবাড়ী থানার পুলিশ।
জানা যায় ধিতের নাম সঞ্জয় সিংহ খড়িবাড়ীর বাসিন্দা ।ধিতকে আজ মহকুমা আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে খবর পাওয়া যায় ধিতোকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে খড়িবাড়ী থানার পুলিশ।বিস্তারিত জানতে ক্লিক করুনhttps://youtu.be/zznWiGPczRE
