
স্বচ্ছ ভারত মিশন নিয়ে ৩দিনের ওয়ার্কশ । সোমবার খড়িবাড়ী ব্লকের খড়িবাড়ী বিডিও অফিসে স্বচ্ছ ভারত মিশন নিয়ে ৩দিনের একটি ওয়ার্কশপ করলো শিলিগুড়ি মহকুমা পরিষদ।

এইদিন স্বচ্ছ ভারত মিশন মাধ্যমে গ্রামীণ এলাকা উন্নতি সলিড এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় সাধারণমানুষকে সচেতন উদ্ধেসে এই ওয়ার্কশপ করা হয়। খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন সলিড এবং তরল বর্জ্য পদার্থ সঠিক জায়গায় ফেলা ও বেবস্থা যে সমস্ত এলাকায় মানুষজনের টয়লেট নেই তাদের সরকারি মাধ্যমে টয়লেট উপলব্ধ করানো।উপস্থিত ছিলেন খড়িবাড়ী বিডিও নিরঞ্জন বর্মণ, খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিংহ, খড়িবাড়ী পানিসালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিংহ সহ অন্যান্যরা।
