
আমরা কম-বেশী সবাই চাই জীবনে সফল হতে। রাতে ঘুমোতে যাই কিভাবে সফল হওয়া যায় তা ভেবে, সকালে ঘুম থেকে উঠি সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই চায় জীবনে ভালো কিছু করতে, বড় হতে, সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চায় সবাই। এমনি একটি সফলতার গল্পঃ শুনবো আজ আমরা খড়িবাড়ী ব্লকের অন্তর্গত বাতাশির সামধনযোতের বাসিন্দা তন্ময় রয় পিতা তাপস রয় ও পানিতাঙ্কি চরনাজোটের বাসিন্দা মিঠুন সিংহ পিতা কৃষ্ণ দয়াল সিংহ দুই জনের কাছে, সদ্য প্রকাশিত হওয়া ওয়েস্ট বাঙ্গাল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় উত্তী্ণ হয়েছে এই দুই জন । খড়িবাড়ী ব্লকের বিডিও অফিস থেকে ২৮ জন কে WBP constable পদের জন্য মক ইন্টারভিউ নেয়া হয়েছিলো তার মধ্যে WBP কনেস্টবল পদে ১৭জন সিলেক্টেড হয় । নিজেদের মেধা ও কঠিন পরিশ্রমের ভিত্তিতে তন্ময় ও মিঠুন WBP si পদে সাফল্য পেয়েছে। জানা যায় তন্ময়ের বাবা পেশায় একজন ক্যারপিন্টার ও মিঠুনের বাবা পেশায় টো টো চালক তারা কঠিন পরিশ্রম করে তাদের সন্তানদের পড়ালেখা ও জীবন যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপেরনা দিয়ে তাদের লালন পালন করেছে। দুজন দেখিয়ে দিয়েছে সাফল্যের জন্য কোনো রকমের কিছু চাবি কাঠি পয়োজন হয়না শুধু মেধা আর কঠিন পরিশ্রম থাকলে জীবনের অনেক গুলি যুদ্ধের উত্তিন হওয়া যায়। এই সাফল্যের পেছনে কারা রয়েছে তাদের জিজ্ঞেস করলে তারা জানায় তাদের মাতা পিতা গুরুজন শিক্ষক মশাই রয়েছে বলে তারা জানান।

যারা জীবনে সফল হয়েছেন, তাদের অনেক সাধনা করতে হয়েছে। কারণ সফল ব্যক্তিদের একটি লক্ষ্য থাকে। আর লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত।মনে রাখবেন- আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশী সফল হবেন, আপনি তত বেশী সফল হতে চাইবেন, আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই।আমরা আশারাখি খড়িবাড়ী ব্লক সহ গোটা দেশের যুবক যুবতীরা তন্ময় ও মিঠুনের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে তাদের দেখে অনুপেরনা পাবে নিজেরাই উন্নত জীবনের মাধ্যমে নিজেদের লক্ষ খুঁজে পাবে।

তাদের এই সাফল্যের জন্য মঙ্গলবার তাদের সংবর্ধনা জানালো খড়িবাড়ী বিডিও অফিস খড়িবাড়ী বিডিও নিরঞ্জন বর্মণ তাদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানায় তাদের পাশাপাশি খড়িবাড়ী PDO দারিকানাথ রায় তাদের শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন তাদের এই সাফল্যে তারা খুবই খুশি খড়িবাড়ীর ব্লকের পতন্ত গ্রাম থেকে ছেলে মেয়েরা সরকারি চাকরিতে অংশগ্রহণ করুক মিঠুন ও তন্ময়ের মত সাফল্য মন্ডিত হক।
