
খড়িবাড়ী বাজারে মা কালী মন্দিরে চুরি।ফের এক খড়িবাড়ী বাজার এলাকার মা কালি ও হনুমান মন্দিরে চুরি। খড়িবাড়ী ব্লক জুড়ে পর পর বেশ কয়েকটি মা কালির মন্দিরে চুরি হয়েই যাচ্ছে থামার কোনো নাম নিচ্ছে না মন্দিরের পুরোহিত আনন্দ কুমার ঝা বলেন প্রতিদিনের মত সোমবার সকাল পনে 6টায় দিকে মন্দিরের গেট খুলে মায়ের কাছে আসে আসে দেখে মা কালীর মাথার মুকুট নথ আরো বিভিন্ন সোনা রুপর অলঙ্কার গুলো নেই অনুমান করা কাছে গতকাল রাতেই এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা অন্তর্গত খড়িবাড়ী ব্লকের খড়িবাড়ী মেইন বাজারের কালী মন্দিরে ।রাজা জয়শয়াল খোপ উগড়ে বলেন ধারে কাছে পুলিশকে স্টেশন তবুও কি করে ধরনের ঘটনা ঘটছে দোষীদের অতিদূত ধরতে হবে নাহলে আন্দোলনে নামবেন তারা। গোটা ঘটনার জেরে খড়িবাড়ী বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিড় জমাচ্ছে ভক্তবিন্দরা।
