
আজব কাণ্ড! গরুর 6টি পা ।শিশুকালে গরু রচনা লিখতে গিয়ে দৈহিক বিবরণে সবাই-ই লেখে, গরু চতুষ্পদ প্রাণী। গরুর চারটি পা, একটি লেজ।

কিন্তু এমনি এক অদ্ভূত ঘটনা! এমন আজব কাণ্ড ঘটেছে পানিট্যাঙ্কির গোউরর্সিংজোত এমন অদ্ভূত দর্শন বাদবাকি দৈহিক গঠনে সব ঠিক ।

জানা যায় কিছু অসাধু মানুষ গুরুটিকে নিয়ে আসে অর্থ উপার্জন করার জন্য কিন্তু বর্তমানে গরুটি এখন অসুস্থ হয়ে পড়েছে চলতে পারছে না তাই গরুটিকে ফেলে চলে যায় ওই অসাধু ব্যাক্তিরা। লোকাল প্রতিনিধিদের কাছে খবর পেয়ে পরিদর্শনে জান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।
