

কিষান ক্ষেত মজদুর কর্মী সম্মেলন করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ।রবিবার শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়ী ব্লকের কৃষ্ণকান্ত হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো কিষান ক্ষেত মজদুর কর্মী সম্মেলন।এই দিন উৎবধনী নিত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি । কিষকদের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন সংঘঠনের নেতারা।

জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন – লড়াই করেই দাবি আদাই করতে হবে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। কেন্দ্রীয় সরকারের কাছে ভিক্ষা চাচ্ছেন না তারা হকের টাকা চাচ্ছেন ।

কিষক ক্ষেত মজদুর রাজ্য সভাপতি পুন্নেদু বসু ভার্চুয়ালি বার্তা দেন কিষকদের।উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অসীম সিকদার ,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী , কিষান ক্ষেত মজদুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খগেন্দ্রনাথ রায় সহ নেতা কর্মী বৃন্দ।
