
শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই পবিত্র মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে তাঁর কৃপা পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার অর্ধনারীশ্বর রূপে মহাদেবের আরাধনা করলে শিবভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়।

এটি পুরুষোত্তম মাসের শেষ সোমবারও। ১৪ অগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার এর ব্রত হবে।রোগ, ঘৃণা ও শত্রু থেকে মুক্তি পেতে এই সোমবারের উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন শিবের কৃপা পেতে প্রচুর ভক্ত বাবার মাথায় জল ঢালতে শিলিগুড়ি মহকুমা অন্তর্গত নক্সালবারি ব্লকের জংলী বাবা মন্দির সহ প্রত্যেক শিবমন্দিরে ভিড় জমাবেন ভক্তরা। শুনা যায় এই জংলী বাবার মন্দির অতি পুরনো এবং জাগ্রত সারা বছররি ভক্তরা ভিড় জমান এই মন্দিরে।বিশেষ করে শ্রাবণ মাসে উপচে পড়া ভিড় জমে এই জংলী বাবার মন্দিরে ।

১৪ অগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার এই দিন ভিড় ছিলো দেখার মত জনসঙ্গম উপচে পড়া ভিড় ছিলো বিভিন্ন জায়গার ভক্তবিন্দু পাশ্ববর্তী দেশ নেপাল থেকেও বহু ভক্তবিন্দ এইদিন পুজো করার জন্য আসে এই মন্দিরে ।হিন্দুদের বিশ্বাস, শ্রাবণ মাসের সোমবারে নিষ্ঠাভরে ও সঠিক রীতি-নীতি মেনে শিবের পুজো করা হয়, তাহলে মনোবাসনা পূর্ণ হতে পারে।
