শিলিগুড়ি মহকুমায় কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান করে নিয়েছে খড়িবাড়ী ব্লক ।

শিলিগুড়ি মহকুমায় কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান করে নিয়েছে খড়িবাড়ী ব্লক ।

১৪ আগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে। এবার ১০ বছরের মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্য সরকারের এই প্রকল্প।এই উপলক্ষে ১৪ আগস্ট সোমবার শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিলো । শিলিগুড়ি মহকুমার ৪ব্লকের মধ্যে এবছর কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান করে নিয়েছে খড়িবাড়ী ব্লক, সেখানেই প্রথম পুরুস্কার টি তুলে দেন খড়িবাড়ী বিডিও নিরঞ্জন বর্মনের হাতে।

পাশাপাশি খড়িবাড়ী ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা একটি সাইকেল রেলী বের করে খড়িবাড়ী ব্লকের পরীকমা ও সচেতন বার্তা দেয়।অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ১৩-১৮ বছর বয়সের মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প। গোটা বিশ্বজুড়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকারের এই প্রকল্প।

Disclaimer: This story is collected from different sources including social media and not created by Bengal View.

Leave a Comment

Latest News

your opinion..

Which party will form the government in Gujarat?

Live Cricket