
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর ড্রিল কম্পিটিশন। মঙ্গলবার ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমার অন্তর্গত

খড়িবাড়ী ব্লকের বাতাসী P.S.A মাঠে দার্জিলিং জেলার শিলিগুড়ি সভারবান লোকাল অ্যাসোসিয়েশন ভারত স্কাউট অ্যান্ড গাইডস পক্ষ থেকে সারাদিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়।

মাট প্রদক্ষিণ, ড্রিল কম্পিটিশন,অঙ্কন প্রতিযোগিতা , দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য মাধ্যমে এই দিনটি পালন করে তারা। ড্রিল কম্পিটিশনে প্রায় ১৫টি স্কুলের স্কাউট অ্যান্ড

গাইডসের টিম অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যে উঠন্ত যুব শক্তি যা সত্যতা, নির্ভীকতা, কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে

ভারতমাতাকে উচ্চতার শিখরে নিয়ে যাবেন সর্বাঙ্গীন উদ্ধতাকে কাজে লাগিয়ে গুণীজন তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পদ অধিকারী ও বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা ।লোকাল সমাজসেবী সহ অন্যান্যরা।
