
চক্করমাড়িতে উদ্বোধন হল ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। সোমবার খড়িবাড়ী ব্লকের ভারত বিহার সীমান্ত এলাকার চক্করমাড়ির ভজনপুড়ে Indin oil পেট্রোল – ডিজেল পাম্পের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী কাজল ঘোষ। এ বিষয়ে পেট্রোল পাম্প মালিক সন্তোষ কুমার প্রসাদ বলেন তার বাবার সৃতির উদ্ধেশে পেট্রোল পাম্পের নাম রাখা হয়েছে অর্জুন ফুয়েল স্টেশন ।সন্তোষ কুমার প্রাসাদ আরো বলেন ইন্ডিয়ান ওয়েল দেশের একনম্বর ব্র্যান্ড তাই তিনি ইন্ডিয়ান ওয়েল পছন্দ করেছেন। আর এই পাম্পে থাকছে গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ সুবিধের ব্যবস্থা , এই পেট্রোল পাম্পে গাড়ির ড্রাইভারদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ বেবস্থা এছাড়াও চান সহ মহিলা পুরুষদের জন্য ভিন্ন ভিন্ন সচালয়ের বেবেস্থা এবং তাদের গ্রাহকদের জন্য আরো বিভিন্ন সুবিধে থাকছে।
