
আগামীকাল রাখিবন্ধন তারি উৎসবে মেতে উঠলো হাউদাভিটা। রাখিবন্ধন কে সামনে রেখে আগাম রাখিবন্ধন উৎসব পালন করলো খড়িবাড়ী ব্লকের অন্তর্গত পশ্চিম হাউদাভিটার পশ্চিম হাউদাভিটা উৎসব কমিটি।

এই দিন বিভিন্ন নিত্য, সঙ্গীত আবৃত্তি ও নিজেদের মধ্যে রাখি পরিয়ে এই রাখিবন্ধন উৎসবটি পালন করেন তারা।

এলাকার ছোট ছোট বাচ্চা ও বড়রাও এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন।সংগঠনের অরুণ দাস বলেন আগামীকাল রাখিবন্ধন কিন্তু তারা আগাম পালন করছেন যাতে উৎসবটি আরো বেশি করে উৎজাবিত করতে পারে।
