
দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি চিতাবাঘের। ঘটনাটি ঘটেছে ফাসিদাওয়া ব্লকের অন্তর্গত কমলা বাগান সংলগ্ন এলাকার জাতীয় সড়কে।চিতা বাঘের দেহ পড়ে থাকতে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনুমান, রাস্তা পারাপার করতে গিয়েই দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতা বাঘটির। চিতা বাঘটি দেখে স্থানীয়রা ভিড় জমাতে থাকে খবর পেয়ে ঘোষ্পুকুর ফারির পুলিশ ও ট্রাফিক ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও চিতা বাঘটিকে ঘোসপুকুড় বন্দপ্তরের হাতে তুলে দেয়।
