
অধিকারী জাতীয় সড়কে স্থানীয়দের যাত্রীবাহী বাস আটক। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলবেলা খড়িবাড়ী ব্লকের অন্তর্গত অধিকারী সংলগ্ন এলাকার জাতীয় সড়কে স্থানীয়রা বাস আটক করেন।

স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন ধরে খড়িবাড়ী থেকে শিলিগুড়ি ও গলগলিয়া থেকে শিলিগুড়ির রুটের বিভিন্ন বাস P W D থেকে বাতাসী পযন্ত যে রাজ্য সড়কটি রয়েছে সেই স্থান দিয়ে না গিয়ে বাইপাস জাতীয় সড়ক দিয়ে বাসগুলো যায় তারফলে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত,

স্থানীয়দের অভিযোগ রাজ্য সরক দিয়ে বাস গুলির যাওয়ার পারমিট থাকেলও কেনো বাইপাস দিয়ে যাবে। এই বিষয় অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি, যাত্রীদের ভোগান্তি লেগেই রয়েছে।গোটা ঘটনার জেরে ঘটনা স্থলে চাঞ্চল্য ছড়ায়।
