
স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৪৩ তম জন্মোৎসব পালন । বুধবার স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৪৩ তম জন্মোৎসব পালন করলো খড়িবাড়ী এলাকার সংঘ সমূহ।

জানা যায় তাদের এই ধর্মীয় উৎসব দুদিন ব্যাপী ৩০ ও ৩১ আগস্ট পযন্ত। বুধবার বিকেলে এই জন্মোৎসবকে কেন্দ্র করে ভক্তবিন্দুরা মিলে একটি শোভাযাত্রার আয়োজন করেন ।

এই শোভাযাত্রাটি খড়িবাড়ী এলাকার বিভিন্ন প্রান্তে প্ররিকমা করে করে তাদের উৎসব মন্দির পাহারিভিটায় গিয়ে শেষ হয় । জানা যায় দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জন্মোৎসবকে পালন করবেন তারা।
