গাজিজতের নাইন স্টার ফুটবল ক্লাবে আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট।প্রত্যেক বছরের মতো এবারও গাজিজতের নাইন স্টার ফুটবল ক্লাবে আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ।জানা যায় বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬টি দল নিয়ে এই খেলা আয়োজিত হচ্ছে। গোল পোস্টের দিকে বল মেরে খেলার শুভ উদ্ধবোধন করেন মহকুমা পরিষদের কেশরী মোহন সিংহ ও মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন এই ধরনের খেলা দুলোর খুব প্রয়োজন এই ধরনের খেলার মাধ্যমে প্রতিভা গুলো বের হয়ে আসবে এবং নিজদের এলাকার সুনাম করে । উপস্থিত ছিলেন খড়িবাড়ী ফাঁসিদেওয়া বিধান সভার MLA দুর্গা মুরমু,শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ,মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও,খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিংহ সহ কমিটির সদস্য বৃন্দ।

