
মনীষী পঞ্চানন বর্মার ৮৯ তম তিরোধান দিবস উদযাপন।যথাযথ মর্যাদার সাথে মনীষী পঞ্চানন বর্মার ৮৯ তম তিরোধান দিবস পালিত হল খড়িবাড়ী ব্লকের ডাহাগুরী মোর সংলগ্ন এলাকায়। রাজবংশী ভাষা গোষ্ঠীর জাতির জনক হিসাবে পরিচিত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা। তাঁর ৮৯ তম তিরোধান দিবস পালন করলো খড়িবাড়ী পঞ্চানন সারক সমিতি।এই দিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি খড়িবাড়ীর বিভিন্ন এলাকায় পদক্ষিণ করে ডাহাগুরি মোড়ে এসে শেষ হয়। ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে পুষ্প মাল্লোদান করেন খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন বর্মণ সহ সংগঠনের সদস্যরা।মঙ্গল দ্বীপ পজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পদ্মশ্রী পাপ্ত মঙ্গলাকান্ত রায় মহাশয় ।২৩ ভাদ্র, ইংরেজি ৯ সেপ্টেম্বর রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষ্যে ২৩ ভাদ্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করেন আয়োজক কমিটি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোকসঙ্গীতে পদ্মশ্রী পাপ্ত মঙ্গলাকান্ত রায় ,রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের উপচার্য দীপক কুমার রায়,শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ , খড়িবাড়ী বিডিও নিরঞ্জন বর্মণ সহ আয়োজক কমিটির বিভিন্ন সদস্য সদস্যা।
