
বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির
অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কন্সুমারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুতের ফিক্সড চার্জ দ্বিগুণ , মিনিমাম চার্জ তিনগুণ করা, জনবিরোধী স্মার্ট মিটার, ঘনঘন লোডশেডিং ও এলাকায় বিপুল অঙ্কের ভুতুড়ে বিলের প্রতিবাদে মিছিল বের করা হয় । এদিন খড়িবাড়ি বিবেকানন্দ স্পোটিং ক্লাব থেকে খড়িবাড়ি বাজার হয়ে খড়িবাড়ি বিদুৎ দপ্তর পর্যন্ত মিছিল করা হয়। এদিন মিছিলে পা মেলান অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কন্সুমারস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি সদস্য অমূল্ল রায় , দার্জিলিং জেলার সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য সদস্য ও একাধিক বিদুৎ গ্ৰাহকরা ।অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কন্সুমারস অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলার সম্পাদক প্রণব সরকার, জানান দিন দিন বিদুৎ বিল দ্ধিগুন হয়ে যাচ্ছে, স্মার্ট মিটারের লাগানো চেষ্টা করছে এর প্রতিবাদে এই ডেপুটেশন দেওয়া হলো। আর এক অদ্ভুত ঘটনা RC-DC চার্জ আগে ১০০ টাকা নেওয়া হতো এখন ৫০০ টাকা ঘোষণা করলেও পঞ্চায়েতের ভোটের আগে নেওয়া হতো না । ভোটে শেষ হতেই আবার গ্ৰাহকদের উপর চাপানো হচ্ছে। আমরা দেখেছি অন্যান্য রাজ্য স্মার্ট মিটার লাগানো ফলে অধিক হারে বিল আসতে তা আমরা এই রাজ্য চাইনা। তিনি রাজ্য ও কেন্দ্রকে একে অপরের পরিপূরক হিসেবে দেখছেন এবং দ্রুত সমাধান না আসলে বৃহত্তর আন্দোলন নামবে সংগঠন হঁশুয়ারি দেন তিনি।
