
আশাকর্মী নিয়োগে অনিয়ম করা হয়েছে। এই অভিযোগে খড়িবাড়ির বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করল আশাকর্মী পদের এক প্রার্থী। শুক্রবার খড়িবাড়ি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনায় তদন্তে দাবি জানান তিনি। অভিযোগকারী মহিলা বসুমতি সিংহ জানান খড়িবাড়ির গাজি ও পাটারাম জোতের জন্য আশাকর্মী নিয়োগের আবেদন করার পর দেখা গেল গৌরি জোতের এক মহিলা আশাকর্মী পদে নিয়োগ করা হয়েছে। গাজি ও পাটারামের জন্য বিজ্ঞপ্তি দিয়ে অন্য জায়গার মহিলাকে আশাকর্মী নিয়োগ করায় এই অনিয়ম হয়েছে বলে মহিলা জানান। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করতে এই অভিযোগ। প্রসঙ্গত তিন মাস আগে খড়িবাড়ি ব্লকে ৮টি পদের জন্য আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিলিগুড়ি মহকুমাশাসক দপ্তর। অভিযোগকারী মহিলা আবেদন করার পর দেখেন এই পদে অন্য এলাকার মহিলাকে নিয়োগ করা হয়েছে। শুক্রবার খড়িবাড়ি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনায় তদন্তে দাবি জানান তিনি। অভিযোগকারী মহিলা বসুমতি সিংহ জানান খড়িবাড়ির গাজি ও পাটারাম জোতের জন্য আশাকর্মী নিয়োগের আবেদন করার পর দেখা গেল গৌরি জোতের এক মহিলা আশাকর্মী পদে নিয়োগ করা হয়েছে। গাজি ও পাটারামের জন্য বিজ্ঞপ্তি দিয়ে অন্য জায়গার মহিলাকে আশাকর্মী নিয়োগ করায় এই অনিয়ম হয়েছে বলে মহিলা জানান। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করতে এই অভিযোগ। প্রসঙ্গত তিন মাস আগে খড়িবাড়ি ব্লকে ৮টি পদের জন্য আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিলিগুড়ি মহকুমাশাসক দপ্তর। অভিযোগকারী মহিলা আবেদন করার পর দেখেন এই পদে অন্য এলাকার মহিলাকে নিয়োগ করা হয়েছে।
