উৎসবের মরশুমে I D B I ব্যাংকের অফ সাইট এটিএমে কর্মরত ১৪৭জন নিরাপত্তা রক্ষী ছাঁটাই।

উৎসবের মরশুমে I D B I ব্যাংকের অফ সাইট এটিএমে কর্মরত ১৪৭জন নিরাপত্তা রক্ষী ছাঁটাই।

উৎসবের মরশুমে I D B I ব্যাংকের অফ সাইট এটিএমে কর্মরত ১৪৭জন নিরাপত্তা রক্ষী ছাঁটাই। জানা যায় IDBI ব্যাংক অফসাইট এটিএমের জন্য নিরাপত্তা রক্ষী রাখে F S S ভেন্ডারের মাধ্যমে।দীর্ঘ দিন ধরে এই নিরাপত্তা রক্ষীরা IDBI ব্যাংকের অফসাইট ATM নিরাপত্তা রক্ষীর কাজ করলে হটাৎ সেপ্টেম্বর মাসে উৎসবের মরশুমে তাদের ছাঁটাই করে দেয় IDBI ব্যাংক নিযুক্ত ভেন্ডার F S S, তারি প্রতিবাদে সোমবার IDBI জোনাল অফিসে বিক্ষোভ প্রদর্শন দেখালো অল বেঙ্গল কন্টাকচুইয়াল ওয়াকাস ফ্রোরাম।এই দিন সকাল সাড়ে ৮টা নাগাদ IDBI ব্যাংকের জোনাল অফিসের মেইন গেট আটক করে বিক্ষোভ প্রদর্শন দেখান যৌথ ফ্রোরামের নেতা ও কর্মীরা।পড়ে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকলে ব্যাংকের কর্মরত কর্মীরা ব্যাংকের গেট বন্ধ থাকলে ভিতরে পবেস করতে পারে না।কলকাতা পুলিশ খবর পেলে ঘটনা স্থলে পৌঁছায় এবং ব্যাংক ও বিক্ষোভ প্রদর্শনকারী দের সাথে কথবকথনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভ কারীদের সাথে কথা বলে গেট খোলার ব্যবস্থা করে ।পড়ে বিক্ষোভ কারি নেতাদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎকার হয়। তবে Idbi ব্যাংক কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জগন্নাথ রায় মন্ডল জানান আজ ব্যাংক কর্তৃপক্ষ দের সাথে কথা হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দের সাথে কথা বলবে এবং একসপ্তার মত সময় চেয়েছে।সভাপতি এও বলেন যদি ছাঁটাইয়ের নোটিশ ব্যাংক কর্তৃপক্ষ ও ভেন্ডার প্রত্যাহার না করে তবে বিহতর আন্দোলনে নামবেন তাদের যৌথমঞ্চ। উপস্থিত ছিলেন আইডিবিআই ব্যাঙ্ক কন্টাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জগন্নাথ রায় মন্ডল , কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র পদ্মার,ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম গৌড়িসংকর দাস সহ বিভিন্ন ব্যাংক সংঘঠনের নেতা কর্মী বৃন্দ।


Disclaimer: This story is collected from different sources including social media and not created by Bengal View.

Leave a Comment

Latest News

your opinion..

Which party will form the government in Gujarat?

Live Cricket