
খড়িবাড়ীর বিডিও অফিসে উৎসাহ ভাতায় কেলেঙ্কারি ঘটনায়র বিরুদ্ধে বিজেপির খড়িবাড়ী বুড়াগঞ্জ মন্ডলের কমিটির পক্ষ থেকে স্মারক-লিপি । সোমবার বিজেপির খড়িবাড়ী বুড়াগঞ্জ মন্ডলের কমিটির পক্ষ থেকে খড়িবাড়ি ব্লকের দুয়ারে সরকারের উৎসাহ ভাতায় টাকার কেলেঙ্কারির ঘটনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখানো হয় খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তর ঘিরে । খড়িবাড়ী বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় নিজ কাজ্জালোয় থেকে, মিছিলটি খড়িবাড়ী বাজার হয়ে খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তরে পৌঁছায় এবং বিডিও অফিসের মেইন গেট আটক করে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে ।এইদিন বিশাল পুলিশ বাহিনী মতেয়ান ছিলো বিডিও অফিস চত্বরে । সংগঠনের কল্যাণ কুমার প্রসাদ অভিযোগ করে বলেন কত বছর ধরে দুয়ারে সরকার চলছে কত টাকা ঘোটালা হয়েছে তার হিসাব নিতেই আমরা আজ এসেছিলাম কিন্তু সবাই তৃণমূলের হয়ে কাজ করছে দল দাস রূপান্তরিত হয়েছে ১৬ জানুয়ারি অব্দি সময় দেয়া হয়েছে যে এই কাজ করেছে তার বিরুদ্ধে উপযুক্ত বেবস্থা না গ্রহণ করলে বিহতর আন্দোলন করবেন তারা। বিরোধী দলনেতা নান্টু মন্ডল জানান
উৎসাহ ভাতায় কেলেঙ্কারি ঘটনা নিয়ে স্মারক-লিপি দিতে ও দোষীদের কি বেবস্থা নেওয়া হলো সেই বিষয় আজ আমরা এসেছিলাম কিন্তু বিডিও ম্যাডাম আমাদের কোনো কথা শুনেননি ও ভেতরে প্রবেশ করতে দেননি। উপস্থিত ছিলেন সংগঠনের বরিস্ট নেতা গণেশ দেবনাথ
খড়িবাড়ি বুরাগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ প্রসাদ
খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেতা শক্তি জয় বাড়ই ,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নান্টু মন্ডল সহ সংঘটনের নেতা কর্মী বৃন্দ
