
বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া।শুক্রবার বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নিজ স্কুল মাঠে। এইদিন মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পণ্ডিত। বার্ষিক ক্রীড়া উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা ধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশাপাশি এই অট্য এলাকায় ধনুক বিদ্যার প্রশিক্ষণ শিবির না থাকায় এই প্রথমবার বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তির ধনুক প্রশিক্ষণ শিবিরের উদ্ধবোধন করা হয়।
উপস্থিত ছিলেন আবর বিদ্যালয়ের পরিদর্শক দিলীপ চন্দ্র বর্মন, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভজন কুমার সিংহ ,, বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান পঙ্কজ বর্মণ ,,প্রধান শিক্ষক সুশান্ত কুমার পণ্ডিত, সহ আরোও বিশিষ্ট অতিথিবৃন্দ এবং শিক্ষক/শিক্ষিকাবৃন্দগন ।।
