
সারদামনি গাইডস গ্রুপের অ্যানুয়াল ফাংশন। ভারত স্কাউট অ্যান্ড গাইডসের শিলিগুড়ি সাভারবান ডিসটিক অ্যাসোসিয়েশনের, খড়িবাড়ী শাখার সারদামনি গাইডস গ্রুপের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়িবাড়ীর বিবেকানন্দ শিশু স্কুলে। এই দিন সারাদিন ব্যাপী নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করেন তারা।পাশাপাশি সারা বছর ধরে যারা ভালো ফল করেছে তাদের ট্রফি মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ডিসটিক ট্রেনিং কমিশনার দুলাল দত্ত ,ডিসটিক অ্যাডাল্ট রিসোর্স স্কাউট দীপঙ্কর সোম, বিবেকানন্দ শিশু স্কুলের প্রধান শিক্ষিকা অনিমা সরকার, সমাজসেবি গোপাল সিংহ, ডিসটিক শিলিগুড়ি লোকাল অ্যাসোসিয়েশন D O C চন্দন জয়সোয়াল সহ অন্যান্যরা।
