
খড়িবাড়ীর মেয়ে জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক পেলো।খড়িবাড়ী বুড়াগঞ্জের মেয়ে রাজ্য স্তরে প্রথম হওয়ার পর জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করলো।পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের রাজ্যস্তরের কলা উৎসব ২০২৩ সে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার পর ,,জাতীয় স্তরের কলা উৎসব ২০২৩ সে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেলো বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারথি বারুই। শুক্রবার সারথি বারুইয়ের এত বড় সাফল্যের পর সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয়। এই দিন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা সারথি বারুই কে সংর্বধনা জানান ফুলের তোড়া ও মুমেন্টো দিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই খড়িবাড়ীর সোনাচান্দি বাগান সংলগ্ন এলাকার মতিলাল রায়ের মেয়ে অনুষ্কা রায় পুণীয়াতে সদ্য অনুষ্ঠিত কিকবক্সিংযে খেলে সোনার পদক জিতে। অন্যান্য জায়গার মতোই খড়িবাড়ীর মেয়েরায় নিজদের কর্মক্ষমতা ও অন্যান্যদের সহায়তায়।
