গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশের পরেও ফের নদী থেকে বালি চুরির অভিযোগে বাজেয়াপ্ত হল একটি ট্রাক্টর ও ২টি ডাম্পার।

গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশের পরেও ফের নদী থেকে বালি চুরির অভিযোগে বাজেয়াপ্ত হল একটি ট্রাক্টর ও ২টি ডাম্পার। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের। এদিন খড়িবাড়ির পিডাবলু এলাকায় অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বালিবোঝাই ট্রাক্টর ও ২টি বালিবোঝাই ডাম্পার। অন্যদিকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের গাড়ি দেখেও পালিয়ে বাঁচেন চালকরা। তবে বাজেয়াপ্ত ট্রাক্টর ও ডাম্পারকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক‌ইভবে ট্রাক্টর ও ডাম্পার বাজেয়াপ্ত করেছিল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ বন্ধ রয়েছে বালি উত্তোলন।

Disclaimer: This story is collected from different sources including social media and not created by Bengal View.

Leave a Comment

Latest News

your opinion..

Which party will form the government in Gujarat?

Live Cricket