আগরতলা: ত্রিপুরা বিধানসভা ভোটের ২৮ আসনেই লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ২৮ আসনের লড়াইয়ে একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়েও প্রচার চালাচ্ছেন ভোট প্রার্থী ও নেতারা।
আরও পড়ুন: ৯ বছর পর জামিন ৩ CPIM নেতার, নতুন করে শিরোনামে নেতাই কাণ্ড!
অন্যদিকে, সোনামুড়ায় একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার চলছে। ঠাকুরমুড়া ওয়ার্ড নং ১,২ সোনামুরায় তৃণমূল কংগ্রেসের প্রচার করা হয়। প্রচারে উপস্থিত ছিলেন, সোনামুড়া তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, নীল কমল সাহা, জেলা কমিটি সদস্য শ্রী আশিক ইকবাল আহমেদ, জেলা যুব সভাপতি শ্রী জসীমউদ্দীন, রাজ্য কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন-সহ দলের অন্যান্য সদস্যরা। প্রার্থী নীল কমল সাহা জানিয়েছেন, ” “ত্রিপুরার জন্য তৃণমূল”-এর এই প্রচারে জনগণের দুয়ারে দুয়ারে তাঁদের অবস্থার কথা শোনেন। জনগণের সকল প্রকার সহায়তায় পেতে আমরা তৎপর। জনগণের থেকে সাড়া পাওয়া যায়। সন্ত্রাসের হাত থেকে মুক্তি পাওয়ার ও নিজেদের অধিকার আদায়ের দাবীতে মানুষ সোচ্চার।”
আরও পড়ুন: সেজে উঠল থানা, ভিতরেই বিয়ের আসর! কী এমন ঘটল মথুরাপুরে, শুনলে চমকে উঠবেন
অন্যদিকে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে, বিজেপি মুক্ত সরকার গড়তে “ত্রিপুরার জন্য তৃণমূল” এই প্রচারে কালীতলা, তেলিয়ামুরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, রবি চৌধুরী জনগণের দুয়ারে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সমস্যার কথা শোনেন, এবং সন্ত্রাস মুক্ত সরকার গড়া তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য সেই কথা জানান। এ বিষয়ে তিনি জণগণের আশীর্বাদ কামনা করেন। তিনি আরো বলেন, জনগণ বিজেপির থেকে মুক্তি চাইছেন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে। এছাড়াও জণগণের সকল প্রকার হিত কর্মে তৃণমূল কংগ্রেস সর্বদাই প্রস্তুত।
Published by:Suman Biswas
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
